Loading Now

রাতে পোস্টার লাগানো আ.লীগ কর্মীদের খুঁজছে পুলিশ, আটক ১

 

নিজস্ব প্রতিবেদক ।।

অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে রাতের আঁধারে মিছিল করা ও পোস্টার লাগানো আওয়ামী লীগ নেতাকর্মীদের খুঁজছে বরিশাল পুলিশ। ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমান সরকারবিরোধী কর্মসূচি ঘোষণা করে ফেব্রুয়ারি মাসে।

বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী লীগের দোসররা রাতের আঁধারে মিছিল মিটিং করছে।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, যারা রাতের আঁধারে মিছিল মিটিং ও পোস্টার লাগানোর কর্মকাণ্ড করছে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের ধরতে আমাদের অভিযান চলমান আছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে কোতোয়ালি থানা এলাকা থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া রাতের আঁধারে পোস্টার লাগানো আওয়ামী লীগ কর্মীদের ধরতে আমাদের বিশেষ অভিযান চলমান আছে।

তবে সরজমিনে দেখা যায়, বরিশাল নগরীতে বিএনপির করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে। নামমাত্র কয়েকজন আওয়ামী লীগের কর্মীদের গ্রেফতার করা হলেও বেশিরভাগ আসামি আছেন প্রকাশ্যে। ওইসব আওয়ামী লীগের নেতাকর্মীরাই নগরীতে অস্থিতিশীল করতে রাতের আঁধারে চালাচ্ছে সরকারবিরোধী প্রচারণা।

এদিকে সোমবার রাত ১১ টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন নগরীর দপ্তরখানা এলাকা থেকে পোস্টার ও দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখা এক ব্যক্তিকে ৫৩ পিচ ইয়াবা সহ আটক করা হয়। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED