Loading Now

রিমান্ডে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম

নিজস্ব প্রতিবেদক ॥

মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক হাবিবুর রহমান চৌধুরী একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে দায়িত্বরত কোতয়ালী মডেল থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এনামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মো: সুলতান নামে একজনের দায়ের করা মামলায় জসিম উদ্দীনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
এজন্য বুধবার তাকে আদালতে হাজির করা হয়। পরে রিমান্ডের পক্ষে-বিপক্ষে শুনানি শেষে বিচারক জসিম উদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৮ জুন নগরীর সাগরদী এলাকা থেকে গ্রেফতার করা হয় জসিমকে।
পরে বিএনপির অফিস পোড়ানো সহ আরো চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে ।

Post Comment

YOU MAY HAVE MISSED