রিমান্ড শেষে কারাগারে হাসানাতপুত্র মঈন আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক ॥
একটি মামলায় দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে আরেকটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহকে। বিএনপির শোক র্যালিতে হামলা ও হত্যার উদ্দেশ্যে পিটিয়ে-কুপিয়ে জখমসহ বিস্ফোরক দ্রব্যে আইনে করা মামলায় বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয় তাকে। পরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট নুরুল আমিন তাকে জেলে পাঠানোর আদেশ দেন।
কোতয়ালী মডেল থানার জিআরও এসআই এনামুল হক বলেন, বিএনপির শোক র্যালিতে হামলার মামলায় তাকে দুইদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। কারাগার থেকে পুনরায় তাকে বিএনপি দলীয় কার্যালয়ে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কোতয়ালী মডেল থানায় নেয়া হয়েছে।
বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের করা পৃথক দুই মামলায় মঈন আব্দুল্লাহকে দুইদিন করে মোট চারদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছিলেন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট নুরুল আমিন। জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর মেজ ছেলে মঈন আব্দুল্লাহ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। মঈনের বড় ভাই সাদিক আব্দুল্লাহ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং বিসিসির সাবেক মেয়র ছিলেন।
Post Comment