রেশন নিয়ে বাড়ি যাওয়া হলো না জাহাঙ্গীরের
নিজস্ব প্রতিবেদক ।।
রেশন নিয়ে বাড়ি যাওয়ার সময় পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বদরপুর কালভার্টের কাছে বাসচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন আনসার কমান্ডার জাহাঙ্গীর আলম (৫০)।
শনিবার (৫ এপ্রিল) সকলে এ দুর্ঘটনা ঘটে। তবে ঘাতক বাসটিকে শনাক্ত করা যায়নি।
নিহত আনসার কমান্ডার জাহাঙ্গীর আলমের বাড়ি ভোলা সদর উপজেলার রাজাপুর গ্রামে। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে তার।
নিহতের সহকর্মী আনসার সদস্য মো. সোলাইমান জানান, জাহাঙ্গীর আলম তাদের কমান্ডার ছিলেন। কলাপাড়ার তাপবিদ্যুৎ কেন্দ্র রুরাল নারিনকো পাওয়ার কোম্পানি লিমিটেডে (আরএনপিএল) মোতায়েন হওয়া ৬০ আনসার সদস্যের কমান্ডার ছিলেন জাহাঙ্গীর আলম। ছুটি নিয়ে রেশনের মালামালসহ ভোরে নিজ বাড়ি ভোলার উদ্দেশে মোটরসাইকেলে করে রওনা হন। পটুয়াখালী-বরিশাল সড়কের বদরপুর এলাকায় বাসচাপায় তিনি নিহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন আসে।
পুলিশের সাব ইন্সপেক্টর মাহবুব আলম বলেন, সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠাই। প্রাথমিকভাবে জানা গেছে, আনসার কমান্ডার জাহাঙ্গীর আলম রেশনের মালামাল নিয়ে মোটরসাইকেল যোগ তার কলাপাড়ার কর্মস্থল থেকে ছুটিতে ভোলার বাড়িতে যাচ্ছিল।
বদরপুর কালভার্টের কাছে পৌঁছালে ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যায় এবং এ সময় চলন্ত বাস তাকে চাপা দেয়। সুরাতল রিপোর্টে তার বুকের উপর দিয়ে চাকা চলে যাওয়ার আলামত পাওয়া গেছে। সঙ্গে থাকা রেশনের মালামাল নষ্ট হলেও মোটরসাইকেলের তেমন ক্ষতি হয়নি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, বদরপুরে মিজানের দোকানের দক্ষিণ পাশে কালভার্টের সামনে দুর্ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা এবং আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
Post Comment