Loading Now

রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

 

নিজস্ব প্রতিবেদক ॥

আগামী রোববার থেকে বরিশাল সিটি করপোরেশন এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি। পণ্য হিসাবে যথারীতি থাকছে চাল,ডাল ও সয়াবিন তেল। দামও থাকছে অপরিবর্তিত।

টিসিবির বরিশাল আঞ্চলিক প্রধান (সহকারী পরিচালক) শতদল মন্ডল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পণ্য আসার ধীর গতি,সরকারি বন্ধ সব মিলিয়ে এবার একটু দেরী হলো। আশা করছি রোববার থেকে গ্রাহক পর্যায়ে পণ্য বিক্রি করা সম্ভব হবে। ইতোমধ্যে সকল ডিলারদের কাছে পণ্য পৌঁছে দেওয়া হয়েছে। টিসিবির কার্ড ডিজিটাল হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে হয়ত দু/এক মাসের মধ্যে বর্তমান কার্ড বাতিল হয়ে ডিজিটাল কার্ড চালু হবে। তবে চলতি মাসে বর্তমান কার্ডেই গ্রাহকরা পণ্য নিতে পারবে।

 

প্রসঙ্গত একজন ক্রেতা একটি কার্ডের মাধ্যমে ২ কেজি মশুর ডাল,২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাল ক্রয় করতে পারবে। এতে পূর্বের মতই প্রতি কেজি ডাল ৬০ টাকা,প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা এবং প্রতি কেজি চালের মূল্য নির্ধারন করা হয়েছে ৩০ টাকা।

Post Comment

YOU MAY HAVE MISSED