Loading Now

লরি উল্টে প্রাইভেটকারের ওপর, একই পরিবারের ৪ জন নিহত

অনলাইন ডেক্স ।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লরি উল্টে নিচে চাপা পড়ে প্রাইভেট কারের ৪ যাত্রী নিহত হয়েছেন। তাঁরা সবাই একই পরিবারের সদস্য। আজ শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া ওই লরির নিচে চাপা পড়ে একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ তিনজন আহত হয়েছেন।

নিহতেরা হলেন বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের উমর আলী (৮০), তাঁর স্ত্রী নুরজাহান বেগম (৬৫) ও তাঁদের ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। এদের মধ্যে আবুল হাসেম চালকের আসনে ছিলেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

 

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, আজ সোয়া ১২টার দিকে লরিটি ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে পদুয়ার বাজার ইউটার্নে উল্টো পথে চলছিল ওই প্রাইভেট কার। এ সময় একটি বাস ও অটোরিকশা হঠাৎ সামনে চলে এলে চালক লরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি ইউটার্ন করে চট্টগ্রামমুখী লেনে নিয়ে গেলে লরির উল্টে যায়। এতে ওই প্রাইভেট কারটি লরির নিচে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা চারজন নিহত হন। তাঁরা বরুড়া থেকে কুমিল্লা শহরের দিকে যাচ্ছিলেন।

আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আনিসুর রহমান। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কটির ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে চট্টগ্রামমুখী লেনের একাংশ দিয়ে যান চলাচল করছে। উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারে কাজ করছে হাইওয়ে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হবে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED