লাবিবা পরিবহনের চাপায় মোটরসাইকেল চালক নিহত
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের গৌরনদীতে বেপরোয়া গতির পরিবহনের চাঁপায় মোটরসাইকেল চালক আব্দুল কাদের (৩৬) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মাহিলাড়া মোল্লাবাড়ি নামক এলাকায়।
নিহত কাদের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা এলাকার তাজেল হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাসকে ওভারটেক করার সময় বরিশালগামী মোটরসাইকেল চালক বাসের নিচে চাঁপা পরে ঘটনাস্থলেই নিহত হয়। খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দূর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
Post Comment