Loading Now

লিটনকেই মূল হাতিয়ার মানছেন ঢাকার অধিনায়ক

 

স্পোর্টস ডেক্স ।।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন লিটন দাস। সেই তিনিই হবেন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক; ধারণা করা হচ্ছিল তেমনই। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। অধিনায়ক হিসেবে লংকান অভিজ্ঞ অলরাউন্ডার থিসারা পেরেরাকে বেছে নিয়েছে ঢাকা। তবে অধিনায়ক না করা হলেও লিটনই যে ঢাকার মূল হাতিয়ার সেটা প্রথম সংবাদ সম্মেলনেই পরিষ্কার করলেন দলটির অধিনায়ক।

নিজের দল নিয়ে সংবাদ সম্মেলনে পেরেরা বলেন, ‘আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। দলে লোকাল তারকারা আছে। টিম মিটিং শেষ হলো এখন। আমরা সবাই প্রস্তুত। গত কদিন ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি ভালো চ্যালেঞ্জে ফেলতে পারব অন্য দলগুলোকে।’

 

ধারণা করা হচ্ছিল দলটির অধিনায়ক করা হবে লিটন দাসকে। তাকে অধিনায়ক না করা ইস্যুতে কোনো কথা হয়েছে কিনা। এমন প্রশ্নে পেরেরা বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে কোনো কথা হয়নি। অধিনায়কত্ব খুবই সাধারণ ব্যাপার। কে অধিনায়ক, কে সিনিয়র কে জুনিয়র এসব নিয়ে আমরা ভাবি না।’

পরে লিটনকে নিয়ে পেরেরা আরও বলেন, ‘লিটন আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। সে রান করতে থাকলে আটকানো কঠিন। গত কয়েক বছরে সে দারুণ করেছে। তবে আমাদের ব্যর্থতাও মেনে নিতে হবে। আমি বলতেই পারি, লিটনই আমাদের মূল খেলোয়াড়। ব্যাটিং-বোলিং সবই আমরা ঠিকভাবে করতে চাই। লিটনই আমাদের এঙ্করিং রোলে থাকবে।’

লোকাল ক্রিকেটারদের থেকে অধিনায়কের চাওয়া ও শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে ঢাকার অধিনায়ক বলেন, ‘মুস্তাফিজ, লিটন আরও অনেকেই আছেন। লোকাল স্টার অনেকেই আছে। তারা সবখানেই ভালো খেলছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজেদের শতভাগ দিবে। দলে ভালো লোকাল প্লেয়ার থাকলে শিরোপা জয়ের লড়াই সহজ হয়।’

Post Comment

YOU MAY HAVE MISSED