Loading Now

শনিবার নগরের ২২টি এলাকায় ৭ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

 

নিজস্ব প্রতিবেদক ।।

আজ শনিবার বরিশাল নগরের ২২টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বরিশাল বিক্রয় বিতরণ বিভাগ ২ এর নির্বাহী প্রকৌশলী এ তথ্য জানিয়েছেন। শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেসব এলাকাগুলো হল নগরের আমানত গঞ্জ, তালতলী বাজার সাবানিয়া পলাশপুর, বেলতলা বাজার, বেলতলা খেয়া ঘাট, চর আবদানি,পোর্ট রোড, চকবাজার গিজা মহল্লা, সদর রোড আগরপুর রোড টাউন হল ফকির বাড়ি রোড কাঠপট্টি রোড কালিবাড়ি সদর হাসপাতাল বরিশাল কেন্দ্রীয় কারাগ র,হাসপাতাল রোড নাজির মহল্লা স্বরোড় দপ্তরখানা বাজার রোড সম্পন্ন ভাটিখানা এলাকা, ফলপট্টি সহ সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

Post Comment

YOU MAY HAVE MISSED