শব্দ দূষণ বন্ধে সরকারঘোষিত নীরব এলাকায় লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালে সরকারঘোষিত নীরব এলাকায় শব্দ দূষণ বন্ধে প্রচার-প্রচারণা করেছে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ ও নিরাপদ সড়ক চাই নিসচা বরিশাল জেলা কমিটি। আজ রোববার ১ ডিসেম্বর) বিকেল ৪ টায় বরিশাল নগরীর সদর হাসপাতাল এলাকায় র্যালি ও লিফলেট বিতরণ করে জনসাধারণের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান। জনসচেতনতামূলক প্রচারণায় আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম কিবরিয়া, নমুনা সংগ্রহকারী মো. সাইমুম হাসানসহ নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
তিন দপ্তরের যৌথ আয়োজনে বরিশাল সদর হাসপাতাল এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বরিশাল ল’ কলেজ থেকে শুরু করে সদর হাসপাতালের সামনে দিয়ে জেলখানা মোড় গিয়ে শেষ হয়।
এর আগে গত ২৬ নভেম্বর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় একই ধরনের প্রচারণা করা হয়। শব্দ দূষণ বন্ধে অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন ২০০৬ অনুসারে শব্দ দূষণ একটি দণ্ডনীয় অপরাধ। তাই সরকার ঘোষিত নিরব এলাকায় যেন কোন ধরনের শব্দ সৃষ্টি না হয় এজন্য সকলের প্রতি অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব। প্রচারণায় তুলে ধরা হয় শব্দ দূষণ মানুষ ও পরিবেশের জন্য কতটা ভয়ানক চিত্র।’
Post Comment