Loading Now

শহিদ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করলেন বিভাগীয় ক‌মিশনার

বাকেরগঞ্জ প্রতিনিধি ।।

পবিত্র ঈদুল ফিতরের দিন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত বাকেরগঞ্জ উপজেলার দুই শহীদের বাড়ি ঘুরে এলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার। সোমবার (৩১ মার্চ) ঈদের দিন তাদের বাড়ি পরিদর্শনে যান তিনি।

বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নে শহীদ আরিফুর রহমান রাসেল ও শহীদ শাওন শিকদার এর বাড়িতে গিয়ে বিভাগীয় কমিশনার তাদের পরিবারকে সান্ত্বনা দেন। তাদের স্ত্রী-সন্তানদের খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করেন।

তিনি শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এবং যেকোনো পরিস্থিতিতে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন তাদের সহযোগিতায় প্রস্তুত রয়েছেন বলে শহীদ পরিবারের সদস্যদের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভা‌গের প‌রিচালক খন্দকার আনোয়ার হোসেন, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।

Post Comment

YOU MAY HAVE MISSED