Loading Now

শহীদ জিয়া স্মৃতি সম্মাননায় ভূষিত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা!

 

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আলালকে দেওয়া ‘শহীদ জিয়া স্মৃতি সম্মাননা’ নিয়ে রাজনৈতিক অঙ্গণে বিতর্ক ছড়িয়ে পড়েছে। তিনি পটুয়াখালী পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সম্মাননা গ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। এ নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট করেন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা।

পটুয়াখালী বিএনপির নেতা শহিদুল ইসলাম ফেসবুকে পোস্ট দিয়ে প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের একজন নেতা কীভাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার নামে স্মারক সম্মাননা পেলেন? জেলা বিএনপির নেতাদের এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া উচিত।

অন্যদিকে, জেলা আওয়ামী লীগের নেতা জিএম দুলাল ব্যঙ্গাত্মক মন্তব্য করে লিখেছেন, ‘ধন্যবাদ জেলা বিএনপিকে, ধন্যবাদ দ্রুত রং পাল্টানো আলালকে।’

এ বিষয়ে পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বলেন, ‘আলাল আমাদের দলের কেউ নন। তার নাম কীভাবে অন্তর্ভুক্ত হলো, তা আমরা জানি না।’

জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশীদ চুন্নু মিয়া বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখার আশ্বাস দিয়ে বলেন, ‘যারা এ ধরনের ভুল করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।’

এ ঘটনায় আলাউদ্দিন আলাল নিজে কোনো মন্তব্য করেননি। বক্তব্যের জন্য তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে, তিনি বিষয়টিকে ‘একটি ভুল বোঝাবুঝি’ হিসেবে দেখছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED