Loading Now

শহীদ পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক ।।

বৈষম্য বিরোধী আন্দোলনে (কোটা সংস্কার আন্দোলন) শহীদ বীরদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল বিভাগের ১২৯ শহীদ বীরদের পরিবারের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হবে।
সোমবার (২৪ মার্চ) বরিশাল নগরীর গোরাচাঁদ দাস রোডের শহীদ আব্দুল্লাহ আল আবিরের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায়, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ বীরদের স্বজনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ কর্মসূচীর আহবায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, সদস্য-সচিব ডা. মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় এই কর্মসুচীতে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল এবং সদস্য-সচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু, অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ, এ্যাডভোকেট হেলাল উদ্দিন, স্থপতি নূরুল হাসান সাক্ষর , প্রকৌশলী আরাফাত আলম, ডা: রাকিবুজ্জামান খান প্রমুখ।

Post Comment

YOU MAY HAVE MISSED