Loading Now

শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক ॥

শারদীয় দুর্গোৎসব সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, পূজা উদ্যাপন পরিষদ ও মন্দির কমিটির প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। প্রস্তুতিমূলক সভায় প্রতিমা বিসর্জনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার, প্রতিমা বিসর্জনের শেষে মন্ডপে বড় কোন অনুষ্ঠান না করা, মহিলা ও পুরুষদের মন্দিরে প্রবেশের আলাদা পথ তৈরি, বাজি বা পটকা না ফোটানো, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম্বার এবং জরুরি প্রয়োজনে কল করার জন্য ৯৯৯ ও ১০২ নাম্বার ঝুলিয়ে রাখা, প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবকদের পরিচয় পত্র বহন, মন্ডপে প্রবেশের রাস্তায় দোকান স্থাপন ও এলোমেলোভাবে গাড়ি পার্ক না করা এবং বিকল্প বিদ্যুৎতের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, এবার বরিশালে প্রায় ৬৪০টি মন্ডপে দুর্গাপূজা হবে। সবগুলোতে ইতোমধ্যে সরকারি বরাদ্দ পৌঁছে দেয়া হয়েছে। পূজার আগে ও পূজাকালীন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সংশ্লিষ্ট কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এসময় তিনি সবার সহযোগিতার মাধ্যমে উৎসবমুখর পরিবেশ ও সুশৃঙ্খলভাবে পূজা উদ্যাপন করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল আলম ফরিদ, মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মু. বাবর, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফরহাদ হোসেন তালুকদার।

Post Comment

YOU MAY HAVE MISSED