Loading Now

শালিণ্য’র অষ্টাদশ বর্ষে পদার্পণ উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

শালিণ্য ১৮তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ও প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংগঠনিক মুখপত্র “শালিণ্য সমাচার” এর মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট ছড়াকার শিশু সাহিত্যে বাংলা একাডেমী পুরুস্কার বিজয়ী লেখক তপংকর চক্রবর্তী। শালিণ্য ওপেন স্কাউট গ্রুপের সভাপতি বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ এওয়ার্ড রৌপ্যব্যাঘ্র অর্জনকারী স্কাউটার তুষার কান্তি চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শালিণ্য সম্পাদক কিশোর চন্দ্র বালা, শুভেচ্ছা বক্তব্য রাখেন শালিণ্য উপদেষ্টা শিশু সংগঠক আবুল খায়ের সবুজ, শালিণ্য সহসভাপতিগণ যথাক্রমে তানিয়া আফরোজ, নাসরিন জাহান, মুহাম্মদ মাসুমবিল্লাহ, মনিকা রয়।

স্মৃতিচারণ করেন শালিণ্য কর্মী উর্মিহালদার কাকন ও মুহাম্মদ আসেম উ’র রিয়ন, সিফাত ই মঞ্জুর, মাহমুদুজ্জামান শুভ। আয়োজনে ধন্যবাদ জ্ঞাপন করেন কোষাধ্যক্ষ নীলাঞ্জনা শীল।

বক্তারা শালিণ্য’র দীর্ঘ ১৮বছরের পথ চলায় ছিন্নমূল মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হয়েছে এরূপ কর্মসূচির প্রসংশা করে শালিণ্য’র সাথে থেকে আগামী দিনে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রগতীশীল ও মুক্ত চিন্তার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বরিশালের সর্ব মহলে সমাদৃত শালিণ্য স্বেচ্ছাসেবী সংগঠন। সামাজিক প্রয়োজনে শালিণ্য এখন এক অনন্য বিশ্বস্ত নাম বলে মন্তব্য করেন সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা।

Post Comment

YOU MAY HAVE MISSED