Loading Now

শাহরুখ-আমিরের রেকর্ড ভাঙলো নবাগত জুটির ‘সাইয়ারা’

বিনোদন ডেক্স ।।

মোহিত সুরি নির্মিত অহন পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’ সিনেমা ইতোমধ্যেই বক্স অফিসে রেকর্ড তৈরি করেছে। বলিউডের সর্বোচ্চ ব্যবসা করা সিনেমার তালিকায় ২৬ স্থানে উঠে এসেছে সিনেমাটি।

এখনও পর্যন্ত ‘সাইয়ারা’র বক্স অফিস কালেকশন ২৬৬ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ৪০৪ কোটি টাকা। যা ইতোমধ্যেই পেরিয়ে গিয়েছে আমির-শাহরুখ বা অজয় দেবগণের হিট সিনেমার ব্যবসাকেও।

শাহরুখের সিনেমা ‘ডানকি’ বক্স অফিসে ব্যবসা ব্যবসা করেছিল ২২৭ কোটি। অজয় দেবগণের ‘সিংঘম অ্যাগেইন’ বক্স অফিসে ব্যবসা করেছিল ২৪৭.৮৬ কোটি।

শুধু তাই নয় আমির খানের সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জমিন পর’ সিনেমা বক্স অফিসে ব্যবসা করেছিল ২৬৪ কোটি টাকা। আমিরের সেই সিনেমার রেকর্ডও ভেঙেছে নবাগত জুটির ‘সাইয়ারা’।
এখানেই শেষ নয় একইসঙ্গে সিনেমাটি প্রায় ছুঁয়ে ফেলেছে ‘কবীর সিং’র সাফল্যকে। শুধু তাই নয়, পেছনে ফেলেছে ‘আশিকি ২’, ‘মার্ডার ২’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘এক ভিলেন’র মতো হিট সিনেমাগুলোকে। শুধু তাই নয় মাত্র ৪দিনেই ‘সাইয়ারা’ পেরিয়ে গিয়েছিল ১০০কোটির গণ্ডি।

‘সাইয়ারা’র মূল আকর্ষণ হল অহন পান্ডের উপস্থিতি, অহন-অনীতের রসায়ন এবং সিনেমার গান। টাইটেল গানটি ছাড়াও অন্যান্য গানগুলোও ভীষণ শ্রুতিমধুর।

Post Comment

YOU MAY HAVE MISSED