Loading Now

শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থীদের মানববন্ধন

 

কুয়াকাটা প্রতিনিধি ।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টায় শিক্ষকদের লাইব্রেরিতে তালাবদ্ধ করে প্রায় দুই ঘন্টা ক্লাস বর্জন করে মাদ্রাসা মাঠে এ কর্মসূচি পালন করেন।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অনতিবিলম্বে মাওলানা মোস্তাফিজুর রহমানের মুক্তির দাবির জানান, তাদের দাবী পূরণ না হলে লাগাতার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির হুশিয়ারি দেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে লাইব্রেরির তালা খুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামানকে সাথে নিয়ে শিক্ষার্থীদের সাথে সমন্বয় লাইব্রেরীতে অবরুদ্ধ শিক্ষকদের মুক্ত করে, শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে দিয়েছি।

এসময় কলাপাড়া থানা পুলিশের সদস্য, স্থানীয় ব্যক্তিবর্গ, এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরের ১৫ জানুয়ারী মাদ্রাসার শিক্ষক আব্দুল হাই’র ছেলে মাহবুব এলাহী ওই অধ্যক্ষের বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ বাণিজ্যের মিথ্যা মামলা দায়ের করেন। গতকাল ওই অধ্যক্ষ আদালতে হাজির হলে তাকে জেল প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ আদালত।

Post Comment

YOU MAY HAVE MISSED