শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে লাইব্রেরীয়ানের দায়িত্ব বুঝে নেবেন না বাহাউদ্দীন গোলাপ
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার্থীদের ভিসিবিরোধী এক দফা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সদ্য পদোন্নতি পাওয়া বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ানের দায়িত্ব নেবেন না বাহাউদ্দিন গোলাপ। নিজের ফেসবুকে গোলাপ জানান,
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে রেজিস্ট্রার দপ্তরে একজন কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে গত ১৪ বছর ধরে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে এসেছি। এই বিশ্ববিদ্যালয়ে আমিই সর্বপ্রথম সহকারী রেজিস্ট্রার এবং সর্বপ্রথম ডেপুটি রেজিস্ট্রার। দল,মত,ব্যক্তি সবকিছুর উর্ধ্বে থেকে আমি সবসময়ই বিশ্ববিদ্যালয়ের মঙ্গলের জন্য নিবেদিত থাকার চেষ্টা করেছি। কিন্তু গত ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতিপয় ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমাকে কিছু না জানিয়েই রেজিস্ট্রার দপ্তর থেকে আমাকে সরিয়ে লাইব্রেরি দপ্তরে ডেপুটি লাইব্রেরিয়ান পদে প্লেসমেন্ট দিয়েছেন। সেখানে ৫ মাস অতিক্রম হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত আমাকে কোনো কক্ষ, ডেস্ক চেয়ারও দেয়া হয়নি। অতিরিক্ত রেজিস্ট্রার পদে আমার আপগ্রেডেশনের সময় অনেক আগে অতিক্রান্ত হয়ে যাওয়া সত্ত্বেও উক্ত আপগ্রেডেশন বোর্ড এখনো অনুষ্ঠিত হয়নি।
🔹এমন বাস্তবতায় গতকাল (৮ মে) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশের মাধ্যমে জানতে পারলাম যে, আমাকে অনেকটা পদোন্নতি দিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির লাইব্রেরিয়ান হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এজাতীয় কোনো আদেশ এখন পর্যন্ত দাপ্তরিকভাবে আমার হাতে এসে পৌঁছায়নি। তারপরেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চলমান যৌক্তিক আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে আমি উক্ত দায়িত্ব গ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি ।
এই বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনের বিজয় হোক।
শিক্ষা ও গবেষণায় অনন্য ভূমিকা রাখার পাশাপাশি দক্ষিণ জনপদের বাতিঘর হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় এগিয়ে চলুক আপন মহিমায়।
Post Comment