শিক্ষার্থীর গায়ে গরম ভাতের মাড় নিক্ষেপ
পটুয়াখালী প্রতিনিধি ।।
পটুয়াখালীর বাউফলে পরিত্যক্ত স্থানে ক্রিকেট খেলার সময় ক্রিকেট বল ঘরে প্রবেশ করায় ক্ষিপ্ত হয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীর গায়ে গরম ভাতের মাড় নিক্ষেপ করার অভিযোগ উঠেছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বাউফল পৌর শহরের উপজেলা ভূমি কার্যালয়ের পাশের পরিত্যক্ত মাঠে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ নেহাল (১৫)। সে পৌর শহরের গার্লস স্কুল সড়কের নেছার উদ্দিনের ছেলে। এতে ওই শিশুর ডান হাতের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে রেফার্ড করেন।
এ ঘটনায় অভিযুক্ত হালিমা বেগমের (৪৫) বিরুদ্ধে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগীর বাবা নেছার উদ্দিন।
শিক্ষার্থীর অভিযোগ, ভূমি কার্যালয়ের পাশের পরিত্যক্ত মাঠে সহপাঠীদের সঙ্গে তারা প্রতিদিন বিকেলে ক্রিকেট খেলে। খেলা নিয়ে আগে একাধিকবার হালিমা বেগম তাদের বকাঝকা করেন।
শনিবার বিকেলে ক্রিকেট বল হালিমা বেগমের বাসার আঙিনায় ঢুকলে মোহাম্মদ নেহাল বল আনতে গেলে তার গায়ে গরম ভাতের মাড় নিক্ষেপ করেন হালিমা বেগম।
তবে অভিযোগ অস্বীকার করে হালিমা বেগম জানান, তিনি কাউকে উদ্দেশ করে ভাতের মাড় নিক্ষেপ করেননি। ভুলবশত সেটি নেহালের হাতে লাগতে পারে।
বাউফল থানার এসআই মাসুদুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Post Comment