শিশু চুরির দায়ে নারীর ৭ বছর কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৬ বছর পূর্বে নবজাতক চুরি করে পালানোর সময় আটক নারীকে ৭ বছরের কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অর্থদন্ড দিতে ব্যর্থ হলে আরো তিনমাসের বিনাশ্রম সাজা ভোগ করতে হবে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বরিশালের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন বলে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানিয়েছেন।
দন্ডিত হোসনে আরা বেগম (৩৬) রায় ঘোষনার পূর্ব থেকে পলাতক রয়েছেন। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের আলগী পাতাকাটা এলাকার এমদাদুল সরদারের স্ত্রী। বর্তমানে হোসনে আরা বেগম কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার আকরা হাজী বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা।
মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, ২০১৯ সালের ১০ নভেম্বর বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেয় নলছিটি উপজেলার মগর গ্রামের বাসিন্দা রাসেল হাওলাদারের স্ত্রী। অসুস্থ স্ত্রীকে আইসিইউতে নেয়ার পর পুত্র সন্তানকে শাশুড়ীর কাছে দেয়। শাশুড়ী সন্তানকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়ে। এ সুযোগে হোসনে আরা বেগম শিশুকে নিয়ে পালানোর চেষ্টা করে। তখন হাসপাতালের নিচতলায় তাকে শিশুসহ আটক করে পুলিশের কাছে দেয়।
এ ঘটনায় ওই রাতে কোতয়ালী মডেল থানায় মামলা করে রাসেল হাওলাদার। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারী কোতয়ালী মডেল থানার এসআই সমিরন মন্ডল একমাত্র হোসনে আরা বেগমকে আসামী করে চার্জশীট দেন।
Post Comment