Loading Now

শিশু পুর্নবাসন কেন্দ্রের শিশুদের মাঝে ঈদ পোষাক বিতরন

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে সমন্বিত শিশু পুর্নবাসন কেন্দ্রের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ ও ইফতার করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। আজ ১৯ মার্চ বুধবার বিকালে সাড়ে ৫ টায় রুপাতলী সমন্বিত শিশু পুর্নবাসন কেন্দ্রের হল রুমে দুই শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করা হয়।

এতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক
একেএম আখতারুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, উপ-প্রকল্প পরিচালক মোঃ আবু জাফর সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এবং শিশুরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে শিশুদের হাতে ঈদের নতুন পোষাক তুলে দেন জেলা প্রশাসক। পরে দেশের মানুষের মঙ্গলকামনা করে দোয়া মোনাজাত করে ইফতার করেন অতিথি বৃন্দরা।

Post Comment

YOU MAY HAVE MISSED