Loading Now

শীতে ত্বকেরও সমস্যার সমাধান দুধে!

 

অনলাইন ডেক্স ।।

শীতে ত্বকেরও সমস্যার সমাধান দুধে!
জানেন তো, এই শীতে স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে ত্বকের দায়িত্বও ছেড়ে দিতে পারেন দুধের ওপর।

জেনে নিন মনের মতো কোমল-উজ্জ্বল-তারুণ্যভরা ত্বকের জন্য কীভাবে দুধ ব্যবহার করবেন-

• মেকআপ তুলতে দুধে তুলা ভিজিয়ে মুছে নিন

• আধাকাপ ঠান্ডা দুধের সঙ্গে আধাকাপ গ্রিনটি ঠান্ডা করে মিশিয়ে নিন।

সপ্তাহে তিন দিন এই মিশ্রণ ত্বকে মেখে রাখুন অন্তত এক ঘণ্টা
• বলিরেখা বা রোদে পোড়া কালো দাগগুলো কয়েকদিন পরই আর ত্বকে খুঁজে পাবেন না

• ত্বকের ব্রণ, ফুসকুড়ি সহজেই দূর হবে শুধু দুধ আর অর্ধেকটা পাকা কলা চটকে তাতে একটু মধু মেশান। এই প্যাক ত্বকে মেখে আধাঘণ্টা রেখে ধুয়ে নিন
• ত্বক থেকে মরা কোষ ঝরাতে মধু, ওটস এবং দুধের সর মিশিয়ে মিনিট দশেক স্ক্রাব করুন।

দুধের ব্যবহারে ত্বকের স্বাভাবিক ফেরার পাশাপাশি ত্বকের নিষ্প্রাণ ত্বকে জেল্লাও ফিরবে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED