Loading Now

শুনানিতে মারামারির ঘটনায় থানায় জিডি করেছে ইসি

অনলাইন ডেক্স ।।

সংসদীয় আসনের সীমানা নির্ধারণের শুনানিতে মারামারির ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারো আবেদনের পরিপ্রেক্ষিতে নয় বরং কমিশন নিজ থেকে জিডি করেছে।

গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে অংশ নিয়ে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানার সমর্থক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এতে রুমিন ফারহানা নিজেকে ধাক্কা মারার অভিযোগ আনেন। ফলে তার কর্মীরাও পাল্টা জবাব দিয়েছে বলে মন্তব্য করেন ওইদিন।
পরে এনসিপির কেন্দ্রীয় নেতা আতাউল্লাহ নিজেকে মারধর করা হয়েছে বলে ইসি সচিবের কাছে লিখিত অভিযোগ দেন।
তিনি বলেন, যদি এ ঘটনার বিচার না হয় তবে প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, মূলত কারো নামোল্লেখ না করা হলেও শুনানিতে মারামারির ঘটনায় মঙ্গলবার (২৬ আগস্ট) শেরে বাংলা থানায় জিডি করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED