শেষ হলো মনোনয়ন দাখিলের সময়, আর বাড়ছে না: ইসি সচিব
অনলাইন ডেক্স ।।
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ। আর বাড়ানো হবে না।
সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
বিকেল ৫টায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে, আবার কি বাড়ানো হবে- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আর সময় বাড়ানো হবে না।
আজ দিনভর কত মনোনয়নপত্র জমা পড়ল- জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, পুরোটা সঙ্কলন করা শেষ হলে, রাত ১০টার দিকে তা জানাতে পারব।
জানা গেছে, এখন পর্যন্ত তিন হাজারের বেশি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে। আর জমা পড়েছে দুই হাজারের মতো। তবে চূড়ান্ত হিসাব মাঠ পর্যায় থেকে ইসিতে এখনও আসেনি।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ইসির কড়াকড়ি, অফিস ত্যাগে নিষেধাজ্ঞা
ভোটকেন্দ্র সংস্কার ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির অনুমতি লাগবে না
নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।



Post Comment