Loading Now

শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক ।।

স্ত্রী তালাক দেওয়ায় ১১ বছর বয়সী শিশু শ্যালিকাকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অপরাধে দুলাভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি পৃথক ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার বিকেলে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহা. রকিবুল ইসলাম এই দণ্ডদেশ দিয়েছেন। দণ্ডিত মোকলেসুর রহমান (৩৭) সাতক্ষীরা সদর উপজেলার বাইশদা গ্রামের বাসিন্দা মাকফুর সরদারের ছেলে। রায় ঘোষণার সময় মোকলেসুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।রায় ঘোষণা হওয়ার পরে আসামিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাতে তিনি জানান, দণ্ডিত মোকলেসুর রহমান বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের মানসুরা আক্তার সাথীর স্বামী ছিলেন।
চরিত্র খারাপ হওয়ায় ২০১৬ সালে ২৩ জানুয়ারি স্বামীকে তালাক দেয় সাথী। এতে ক্ষুব্ধ হয় মোকলেস। এর ধারাবাহিকতায় একই বছরের ১৫ জুন স্কুলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ১১ বছর বয়সী শিশু শ্যালিকাকে অপহরণ করে সাতক্ষীরা নিয়ে যান তিনি। সেখানে ১১ দিন আটকে রেখে ধর্ষণ করে মোকলেস।

এই ঘটনায় শিশুর মা শাহিনুর বেগম বাদী হয়ে ২০১৬ সালের ২৮ জুন তিনজনকে অভিযুক্ত করে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। একই বছরের ৩০ সেপ্টেম্বর একজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম। বিচারক ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় প্রধান করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED