শ্রমিক আন্দোলনে অপসোনিনের তিন ফ্যাক্টরি উৎপাদন বন্ধ
নিজস্ব প্রতিবেদক ॥
সরকারি গেজেট অনুযায়ী বেতন কার্যকর, ওভারটাইমের টাকা এবং টিফিন ভাতা সময় মত পরিশোধ করার দাবিতে কর্মবিরতি নগরীর ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিনের গ্লোবাল ক্যাপসুল কারখানার শ্রমিকরা। শনিবার সকাল থেকে নগরীর রূপাতলী গ্যাসটারবাইন এলাকায় অপসোনিন ফার্মাসিটিক্যাল ফ্যাক্টরির সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে তারা।
এ সময় অন্য শ্রমিকরা কাজ করার জন্য প্রবেশ করতে চাইলে আন্দোলনরতরা বাঁধা দেয়। এতে গ্লোবাল ক্যাপসুল, অপসোনিন স্যালাইন, অপসোনিন ফার্মাসিটিক্যালের কারখানায় কাজ করতে পারেনি শ্রমিকরা। বিশৃঙ্খলা এড়াতে অপসোনিন কর্তৃপক্ষ তিন ফ্যাক্টরি উৎপাদন বন্ধ রেখেছে।
Post Comment