Loading Now

শ্রমিক দিবসে গৃহকর্মীদের স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক ।।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আভাসের আয়োজনে গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল বুধবার সকাল ১১ টায় আভাসের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ পাঠ করেন অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংঘের সভাপতি শিউলি জামান। এসময় উপস্থিত ছিলেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ সংবাদিকরা। সংবাদ সম্মেলনে গৃহকর্মীদের অধিকার, সুরক্ষা এবং শ্রম আইনে অন্তর্ভুক্তির বিষয়ে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। এসময় বলা হয় গৃহকর্মীরা আর পাঁচটা শ্রমজীবী মানুষদের মতো তারাও সারাদিন কাজ করে। কিন্তু এখন পর্যন্ত গৃহকর্মীরা শ্রম আইনের আওতায় পড়ে নাই।যার কারনে তারা কর্মক্ষেত্রে শোষণের শিকার হচ্ছেন। গৃহকর্মীদের কাজের সময়, বেতন, নিরাপত্তা, কর্মক্ষেএে শোভন কাজের নিশ্চয়তা এক কথায় কোন কিছুই আইনি সুরক্ষার আওতায় আসে নাই। এটা গৃহকর্মীদের জন্য অত্যন্ত অবিচার এবং মানবাধিকার লঙ্ঘন। এসময় গৃহকর্মদের পক্ষ থেকে ৬টি দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয় সরকার গৃহকর্মীদের শ্রমিক হিসেবে সঠিক স্বীকৃতি দেবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করবে।

এসময় বক্তব্য রাখেন অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংঘ-এর সদস্যরা “শ্রমিক” হিসেবে আইনগত স্বীকৃতি এবং সুরক্ষার দাবি জানান। বরিশাল সিটি কর্পোরেশনের ৬টি ওয়ার্ডে আভাস গৃহকর্মীদের সুরক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়ন করছে , যার নাম –ইনশিউরিং ডমেস্টিক ওয়ার্কার্স রাইটস ইন বরিশাল সিটি কর্পোরেশন আন্ডার ইডব্লিউসিএসএ। এর অর্থায়নে আছে অক্সফাম এবং সহ-অর্থায়নে ইউরোপিয় ইউনিয়ন। জুন ২০২৪ থেকে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে , গৃহকর্মীদের জন্য এসোসিয়েশন গঠন করা হয় যার নাম “অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংঘ” এবং তাদের নেতৃত্ব প্রদানের প্রশিক্ষন দেয়া হয়।
বক্তারা জানান, গৃহকর্মীরা প্রতিদিন ঘরের কাজ করে সমাজের একটি অপরিহার্য অংশ হিসেবে অবদান রাখলেও, তারা এখনো শ্রমিক হিসেবে আইনি স্বীকৃতি থেকে বঞ্চিত। তারা ন্যূনতম বেতন, কাজের সময়, বিশ্রাম, নিরাপদ পরিবেশ, স্বাস্থ্যসেবা—এই সব মৌলিক অধিকার থেকে বাদ পড়েছেন।
এদের ৬টি দাবি গুলো হলো :
১.গৃহকর্মীদেরকে, বাংলাদেশ শ্রম আইনে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, যেন শ্রমিক হিসেবে অধিকারগুলো রক্ষা করা যায়।
২. সকলের জন্য একটি ন্যূনতম বেতন নির্ধারণ করা হোক এবং সময় অনুযায়ী সঠিক পারিশ্রমিক নিশ্চিত করা হোক।
৩. গৃহকর্মীদের কাজের পরিবেশে নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
৪. নির্দিষ্ট সময় পর বিশ্রাম এবং প্রয়োজনে সাপ্তাহিক ছুটি নিশ্চিত করা হোক।
৫. গৃহকর্মীদের বিরুদ্ধে যেকোনো ধরনের শোষণ বা নির্যাতন বন্ধ করা হোক এবং তাদের পক্ষে আইনি সহায়তা নিশ্চিত করা হোক।
৬। লিখিত চুক্তিপত্রের মাধ্যমে গৃহকর্মীদের নিয়োগ সম্পন্ন করা হোক যাতে কর্মক্ষেত্রে গৃহকর্মী অথবা গৃহকর্তার মাঝে অনাকাংখিত পরিস্থিতির সম্মুখীন না হতে হয়।

অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংঘ-এর নেতৃবৃন্দ বলেন, “আমরা কাজ করি, আয় করি, কিন্তু শ্রমিক হিসেবে স্বীকৃতি নেই। আমরা চাই সম্মান, ন্যায্যতা এবং সুরক্ষা।” আভাসের নির্বার্হী পরিচালক রহিমা সুলতানা কাজল- বলেন, এই স্বীকৃতি শুধু গৃহকর্মীদের মর্যাদা বৃদ্ধি করবে না, বরং দেশের শ্রম বাজারকে আরও মানবিক ও সমতাভিত্তিক করবে।

এছাড়াও আভাস-এর পক্ষ থেকে জানানো হয়, এই দাবিগুলো বাস্তবায়িত হলে গৃহকর্মীদের জীবনমান উন্নত হবে এবং তারা শোষণ ও নির্যাতন থেকে রক্ষা পাবেন।আয়োজকরা সরকারের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত কার্যকর নীতিমালা প্রণয়ন করে গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের অধিকার নিশ্চিত করা হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED