Loading Now

শ্রীলঙ্কার কাছে বড় হারে থামল বাংলাদেশের জয়যাত্রা

স্পোর্টস ডেক্স ।।

হংকংকে হারিয়ে এশিয়া কাপে যাত্রা শুরুর পর দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ভরাডুবি হলো টাইগারদের। লিটন-তানজিদরা ব্যর্থ হলেও শেষ দিকে জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটওয়ারীর ব্যাটে ভর করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তুলতে পারে ১৩৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মোস্তাফিজের বলে কুশল মেন্ডিসকে হারালেও এরপর আর চাপ তৈরি করতে পারেনি টাইগাররা। পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারার ব্যাটে ভর করে এগিয়ে যায় লঙ্কানরা। দুজন মিলে মাত্র ৫২ বলে যোগ করেন ৯৫ রান। ৩৪ বলে অর্ধশতক পূর্ণ করে নিশাঙ্কা আউট হলেও অপর প্রান্ত আগলে রাখেন মিশারা। তিনি শেষ পর্যন্ত ৩২ বলে অপরাজিত ৪৬ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। লঙ্কানরা জয় পায় ৬ উইকেট হাতে রেখে এবং ৩২ বল বাকি থাকতেই।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন জাকের আলী (৩৪ বলে অপরাজিত ৪১) ও শামীম হোসেন (৩৪ বলে অপরাজিত ৪২)। লিটন দাস করেন ২৬ বলে ২৮ রান। ওপেনার তানজিদ হাসান ও পারভেজ ইমন শূন্য রানে ফিরলে শুরুতেই চাপে পড়ে দল।

টাইগারদের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শেখ মেহেদী হাসান, নিয়েছেন ২ উইকেট। মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব পেয়েছেন ১টি করে উইকেট।

অন্যদিকে শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা নিয়েছেন ২টি উইকেট, নুয়ান থুসারা ও দুশমন্থ চামিরা নিয়েছেন ১টি করে উইকেট।

এই হারে সুপার ফোরে জায়গা করে নেওয়ার পথে শঙ্কা তৈরি হলো বাংলাদেশের সামনে।

তথ্য সূত্র : ঢাকা মেইল,,,,

Post Comment

YOU MAY HAVE MISSED