Loading Now

সংবাদপত্র হকার্স ইউনিয়নে সভাপতি নেছার – সম্পাদক রিপন

 

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নেছার জোমাদ্দার এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান রিপন। গতকাল শনিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ার প্রতীক নিয়ে নেছার জোমাদ্দার ৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপর সভাপতি প্রার্থী টেলিভিশন প্রতীকের মাজাহারুল ইসলাম বাদল পেয়েছেন ৩৩ ভোট। এছাড়া বিপুল ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান রিপন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৪ ভোট। তার নিকটতম প্রার্থী হরিন প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৬ ভোট। এর বাইরে ৭ জন বীনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন-আবুল কালাম কালু (সহ-সভাপতি), শাহীন মোল্লা (যুগ্ম সাধারন সম্পাদক),শাহীন হাওলাদার (কোষাধ্যক্ষ),মোঃ হুমায়ুন কবীর (সাংগঠনিক সম্পাদক),মোঃ ইব্রাহীম খান (প্রচার সম্পাদক),আল আমিন (দপ্তর সম্পাদক),সবুর খান (ক্রীড়া সম্পাদক) এবং জসীম হাওলাদার (কার্য নির্বাহী সদস্য)।

Post Comment

YOU MAY HAVE MISSED