সংবিধান হবে গণ মানুষের: মানজুর আল মতিন
নিজস্ব প্রতিবেদক ।।
গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন বলেছেন, সংবিধান হবে গণ মানুষের। যেখানে জনতার মৌলিক অধিকার বাস্তবায়নের কথা স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে। সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অধিকারের কথা বলার জন্য সংসদে নিদিষ্ট সংখ্যক প্রতিনিধিকে পাঠানোর ব্যবস্থা রাখতে হবে।
শুক্রবার (১৬ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গ্রাউন্ড ফ্লোরে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রূপরেখা বিষয়ক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাত্মতার দেয়াল ও গণতান্ত্রিক আইন ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় ববি শিক্ষার্থীরা অংশ নেন।
মানজুর আল মতিন বলেন, সংবিধানের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে তা নিশ্চিত করতে হবে। জনগণ কি চায় তার জন্য নাগরিক সমাজসহ কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র শিক্ষকদের সবসময় সজাগ থাকতে হবে। নির্বাচনের যেমন রোড ম্যাপ ঘোষণা করা হয় তেমন ভাবে শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়নের রোডম্যাপ ঘোষণা করতে হবে। সংবিধান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ রাষ্ট্রের সকল সচেতন জনগণকে সংবিধানের সংস্কার সম্পর্কে মতামত দিতে আহ্বান জানান তিনি।
তিনি বলেন, এখন পর্যন্ত যেটা গ্রহণযোগ্য বলে মনে হয় তা হলো নিম্নকক্ষ সরাসরি নির্বাচনের মাধ্যমে সাংসদ নির্ধারণ এবং সংখ্যানুপাতের ভিত্তিতে উচ্চকক্ষ হতে পারে। তবে অবশ্যই সেখানে নারীসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধি নিশ্চিত করতে হবে। জননিরাপত্তাকে অবশ্যই প্রাধান্য দিয়ে সংবিধানকে জনবান্ধব করতে হবে।
মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত প্রসঙ্গে তিনি বলেন, কখনো কখনো মূল আলোচনাকে বাইপাস করার জন্য কিছু অপ্রয়োজনীয় বিষয় সামনে নিয়ে আসে কেউ কেউ।
বিশেষ বক্তা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান বলেন, শিক্ষাকে যেমন মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করতে না পারলে জনগণ রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবে। এটা সংবিধান নিশ্চিত করবে। স্থায়ী শিক্ষা কমিশন গঠন, শিক্ষা প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া ও শিক্ষাখাতে জিডিপির ৭ ভাগ বরাদ্দ করার দাবি তোলেন। শিক্ষকের সর্বোচ্চ বেতন কাঠামো ও সামাজিক মর্যাদা বর্তমান সংবিধান দিতে ব্যর্থ।
বাকস্বাধীনতা ও একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করে গবেষণাকে উন্মুক্ত করার কথা বলেন তিনি। সর্বোপরি সংবিধান সর্বস্তরের মানুষের শিক্ষা ও চিকিৎসা পাওয়ার অধিকার নিশ্চিত করবে এই প্রত্যাশা করেন তিনি।
এসময় বক্তব্য দেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান ও সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ। এছাড়া উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক আইন ছাত্র পরিষদের সংগঠক সুদীপ্ত হালদার, শওকত ওসমান স্বাক্ষর, আব্দুর রহমান, স্বর্ণক মণ্ডল, আরিফুল আরিফিন প্রমুখ ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালের সংগঠক ভূমিকা সরকার, নিশাত মালিহা ঐশী, মৃত্যুঞ্জয় রায় প্রমুখ।
Post Comment