সংসদ নির্বাচনে ২ হাজার ৫৮২ মনোনয়নপত্র দাখিল
অনলাইন ডেক্স ।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল ও স্বতন্ত্র থেকে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়পত্র দাখিল করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হলে মাঠ পর্যায়ের রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একীভূত করে এমন তথ্য জানিয়েছেন, নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
তিনি জানান, মোট ৩ হাজার ৪০৭টি মনোনয়নপত্র তোলেছিলেন প্রার্থীরা। এদের মধ্যে ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।



Post Comment