সকল শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক ॥
রাত ৮টার পর বেলসপার্কে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থাকতে পারবে না। বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরীঘাটের ইজারা বাতিল করা হবে। রোববার ১২ জানুয়ারি সকালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।
সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করেন। বিগত মাসে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল দপ্তরের নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানান। এসময় তিনি জেলা আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্যকে যেকোনো অপরাধ সম্পর্কে সঠিক তথ্য প্রদানে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান।
এছাড়াও সভায় জানানো হয়-রাত ৮টার পর বেলসপার্কে স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা থাকতে পারবে না। যদি থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে বলা হয় বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরীঘাটের ইজারা বাতিল করা হবে।
সভায় জানানো হয়, ডিসেম্বর মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১১৯টি অপরাধ সংঘঠিত হয়েছে। এরমধ্যে ডাকাতি একটি দস্যুতা, একটি খুন ২টি সিঁধেল চুরি, নারী নির্যাতন ৭টি, অপহরণ ২টি, মাদকদ্রব্য ৩৩টি,শিশু নির্যাতন ৩টি, একটি ধর্ষণ এবং অন্যান্য অপরাধ ৫৮টি। অপরদিকে বরিশাল জেলায় ১৬৫টি অপরাধ হয়েছে। এরমধ্যে ডাকাতি একটি ,খুন একটি, সিঁধেল চুরি একটি, চুরি ৬টি, নারী নির্যাতন ১৪ টি, মাদক দ্রব্য৩২টি, পুলিশ আক্রান্ত একটি, দ্রুত বিচার একটি, ধর্ষণ ৬টি অন্যান্য অপরাধ ১০২ টি।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা নেই সেইসব প্রতিষ্ঠানে অবিলম্বে ক্যামেরা লাগানোর নির্দেশ দেন। একই সাথে তিনি বরিশাল নগরীর নথুল্লাবাদসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনপদ যানজটমুক্ত করা, মাদকের প্রসার রোধ, সরকারি বেদখল জায়গা উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
Post Comment