Loading Now

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক হস্তান্তর

 

নিজস্ব প্রতিবেদক ।।

আজ ১৭ মার্চ সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ বরিশাল এর আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), বরিশাল বিভাগ মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সহকারী পরিচালক বিআরটিএ বরিশাল খালিদ মাহমুদ, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ হারুনুর রশীদ, সহকারী পরিচালক বিআরটিএ বরিশাল সার্কেল বরিশাল দেবাশীষ বিশ্বাস, মটরযান পরিদর্শক বরিশাল বিআরটিএ সৌরভ কুমার সাহাসহ আরও অনেকে।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা সড়ক দুর্ঘটনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ৭টি পরিবারের মাঝে ৩১ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

এদের মধ্যে নিহত মায়িশা ফওজিয়া মিম, ওমর ফারুক হাওলাদার, মোঃ সাইদুল ইসলাম, মাহাদী হাসান, চঞ্চল সরকার এবং মোঃ হারুন বেপারীর পরিবার ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার চেক পেয়েছেন। এছাড়া আহত লোকমান শরীফ পেয়েছে ১ লক্ষ টাকা।

Post Comment

YOU MAY HAVE MISSED