Loading Now

সতীর্থকে নিয়ে ‘বর্ণবাদী মন্তব্য’, নিষিদ্ধ টটেনহাম মিডফিল্ডার!

 

স্পোর্টস ডেক্স ।।

সতীর্থ সন হিউং মিনকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করায় ইংলিশ ফুটবলে ৭ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রদ্রিগো বেন্তানকুর। টটেনহাম হটস্পার মিডফিল্ডারকে এই নিষেধাজ্ঞার পাশাপাশি এক লাখ পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

গত জুনে উরুগুয়ের এক টেলিভিশ অনুষ্ঠানে বেন্তানকুরের কাছে টটেনহামের এক ফুটবলারের জার্সি চেয়ে বসেন উপস্থাপক। জবাবে মজার ছলে বেন্তানকুর বলেন, ‘সনির (সন হিউং মিন)।

এটা কিন্তু সনির কাজিনও হতে পারে, যেহেতু তারা দেখতে সবাই একই রকম। ’এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে নিজের ভুল বুঝতে পারেন বেন্তানকুর।

পরে ক্ষমা চান সনের কাছে। এ প্রসঙ্গে সন বলেছিলেন, ‘আমি লোলোর সঙ্গে কথা বলেছি।

সে যে ভুল করেছে, এটা সে জানে এবং ক্ষমাও চেয়েছে। লোলো কখনো ইচ্ছাকৃতভাবে আক্রমণাত্মক কিছু বলে না। আমরা ভাই এবং এর ফলে আমাদের সম্পর্কে কোনো ফাটল ধরেনি। ’নিষেধাজ্ঞার কারণে ইংলিশ ফুটবলে ২৬ ডিসেম্বর পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারবেন না বেন্তানকুর। যার ফলে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচগুলো মিস করবেন এই মিডফিল্ডার। তবে টটেনহামের হয়ে ইউরোপা লিগ খেলতে পারবেন তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED