Loading Now

সন্ত্রাসী হামলায় মা হারাল শিশু রুপাইয়া

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে সন্ত্রাসী হামলায় মা হারা হলো তিন মাসের কন্যাশিশু রুপাইয়া। চার দিন আগে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি ছিলেন মায়া বেগম (৩৫)। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রোববার দিবাগত রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এ ঘটনায় হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মায়া বেগম নগরীর ভাটারখাল এলাকার রুহুল আমিনের স্ত্রী ও তিন সন্তানের জননী।

নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর টিউবওয়েলে পানি নেওয়াকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয় কয়েকজন নারীর। সেই ঘটনার সূত্র ধরে ওই এলাকার আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায় মায়া বেগমের ওপর। হামলায় গুরুতর আহত মায়া বেগমকে হাসপাতালে নেওয়া হলে চার দিন পর রোববার মারা যান তিনি।

নিহতের স্বামী রুহুল আমিন বলেন, পানি নেওয়াকে কেন্দ্র করে নারীদের মাঝে তর্কাতর্কি হয়। পরে ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেত্রী তানিয়া তার দলের চিহ্নিত সন্ত্রাসী জিদনি, শাপিন, শাওন, লাদেনসহ ১০-১২ জন মিলে আমি ও আমার পরিবারের সব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আহত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি ছিলাম। রোববার বিকালে আমার স্ত্রী মারা যায়।

তিনি আরও বলেন, আমার তিন মাসের কন্যাশিশু মা হারা হলো। এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানান রুহুল আমিন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাদীর অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED