Loading Now

সমন্বিত ট্রাফিক ডিউটি পরিদর্শনে বিএমপি কমিশনার

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল মহানগরীর সামগ্রিক যানজট নিরসনে দিনব্যাপী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সমন্বিত ট্রাফিক ডিউটি পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম । আজ সোমবার (৭ অক্টোবর) তিনি নগরীর বিভিন্ন সড়কের যানবাহনে চলাচলের শৃঙ্খলা নিয়ন্ত্রন রাখার জন্য একর্মসূচি পালন করা হয়।

 

তিনি রুপাতলী, হাতেম আলী কলেজ চৌমাথা ও নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের সমন্বিত ট্রাফিক ডিউটি পরিদর্শন করে এবং সড়কে কর্তব্যরত নিয়োজিত ট্রাফিক বিভাগের টিমের সকল সদস্য ও তদারকি কর্মকর্তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোহম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) রুনা লায়লাসহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃন্দ।

Post Comment

YOU MAY HAVE MISSED