Loading Now

সরকার এখনও সিন্ডিকেট ভাঙতে পারেনি: হাসনাত

 

অনলাইন ডেক্স ।।

সরকার এখনও কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, কারওয়ান বাজারে ডিম ট্রাকে থাকা অবস্থাতেই চারবার হাতবদল হয়। এখন পর্যন্ত এই সরকার কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি। শুধু সিন্ডিকেটের সাইনবোর্ড পরিবর্তন হয়েছে। সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে এই অভ্যুত্থানের প্রাথমিক মাহাত্ম্য কী?’

প্রসঙ্গত, সম্প্রতি কয়েকটি পণ্যের দাম আকাশ ছুঁয়েছে। ডিমের হালি ৬০ টাকায় পৌঁছেছে। এ নিয়ে সাধারণ নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্লাটফর্মে ক্ষোভ প্রকাশ করেছেন। সে বিবেচনায় ঊর্ধ্বমুখী পণ্যবাজার পরিস্থিতি তদারকে জেলায় জেলায় বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সরকার; যারা নিত্যপণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টিও দেখভাল করবেন।

 

অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত এ টাস্কফোর্স বাজারে সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার কাজ করবে। প্রতিটি টাস্কফোর্সে ক্যাবের পাশাপাশি দুইজন শিক্ষার্থী প্রতিনিধিও থাকবে।

 

গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয় জেলা পর্যায়ে এ টাস্কফোর্স গঠনের প্রজ্ঞাপন জারি করেছে।

Post Comment

YOU MAY HAVE MISSED