সরোয়ার ছিলেন বিরোধীদলে তবে সম্পদ বেড়েছে ৩ গুন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে সবচেয়ে ধনি প্রার্থী বিএনপির মজিবর রহমান সরোয়ার। ৮ কোটি ৩ লাখ ৪০ হাজার ৯৫৪ টাকার অস্থাবর সম্পদের মালিক এই বিএনপি নেতা। পেশায় নিজেকে ব্যবসায়ী ও কৃষক দাবী করা সরোয়ারের স্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৫৬২ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে আয়কর বিভাগকে দেওয়া হিসাবের বর্ণনায় নিজের ১১ কোটি ৩৭ লাখ ৬০ হাজার ৬০২ টাকার নিট সম্পদ থাকার কথা জানিয়েছেন সরোয়ার।যা সরোয়ারের সবশেষ ২০১৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার সময় জমা দেয়া হলফনামার ৩ গুন বেশি।অর্থাৎ দল বিরোধী দলে থাকলেও ব্যবসা বানিজ্যর দিক থেকে ভালোই ছিলেন তিনি। নির্বাচন কমিশনের হলফনামা ঘেটে আরও জানা গেছে ৫ টি বেসরকারি ব্যাংকে তার নগদ জমা আছে ২ কোটি ২৪ লক্ষ ৯ হাজার ৯৮০ টাকা। এছাড়াও একটি ৯৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে তার।চার বার নির্বাচিত এই সাবেক সংসদ সদস্য অস্ত্র বহনেও অনান্য প্রার্থীদের চেয়ে এগিয়ে। ৩ টি অস্ত্র তার সংগ্রহে রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি। দেখিয়েছেন ৫০ লাখ টাকা দামের একটি জিপ গাড়ি। ৫ লাখ ৯৭ হাজার ২০০ টাকার ইলেকট্রনিক পন্য এবং ৭ লক্ষ ৩৮ হাজার ৩০০ টাকার আসবাবপত্র রয়েছে তার।



Post Comment