Loading Now

সহিংসতা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ।।

সারাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নারী-শিশু ধর্ষণের বিচার, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য কমানো এবং প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবিতে ১২ মার্চ বুধবার
সকাল ১১ টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক শহ আজিজুল রহমান খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগের অন্যতম নেতা আমিনুল ইসলাম খোকন, সদস্য বীরেন রায় প্রমুখ।

এসময়ে নেতৃবৃন্দ বলেন দেশে ধর্ষণের ঘটনা হরহামেশাই ঘটছে। পত্রিকার পাতায় প্রতিদিনই হত্যা, ধর্ষণ, ডাকাতি এমন সংবাদ প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে এবং নারীবিদ্বেষী কর্মকান্ড বাড়ছে। দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে এসব নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। একদিকে নারীকে পণ্যে পরিণত করা হচ্ছে, আবার বিভিন্ন সভায় – ওয়াজ মাহফিলেও নারী বিদ্বেষী বক্তব্য প্রচার করা হচ্ছে, ঘরে বাহিরে নারী নির্যাতন করা হচ্ছে। নারী-শিশুসহ দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এই সরকার তার যোগ্যতা হারাবে। তাই বক্তারা অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানান। একই সাথে বক্তারা অতিদ্রুত বাজারের সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য সরকারের কাছে আহবান জানান।

নেতৃবৃন্দ প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহবান জানান।

Post Comment

YOU MAY HAVE MISSED