Loading Now

সাঁকো পারাপারের সময় খালে পড়ে স্কুলছাত্রীর নুসরাতের মৃত্যু

মুলাদী প্রতিনিধি ।।

বরিশালের মুলাদীতে সাঁকো পারাপারের সময় খালে পড়ে নুসরাত (৯) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চর কোলানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নুসরাত চর কোলানিয়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে পার্শ্ববর্তী হিজলা উপজেলার কোলচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

চর কোলানিয়া গ্রামের আবুল হোসেন ব্যাপারী জানান, প্রাথমিক বিদ্যালয়ে ২য় প্রান্তিক মূল্যায়ন চলছে। সোমবার সকালে নুসরাত সহপাঠীদের সঙ্গে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল।

পথে একটি সাঁকো পারাপারের সময় পা পিছলে খালে পড়ে যায় সে। সহপাঠীদের চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছাত্রীর বাবা নজরুল ইসলাম বলেন, নুসরাত সাঁতার জানতো না। এছাড়া কয়েকদিন আগে টাইফয়েড জ্বর হওয়ায় সে শারীরিকভাবে অনেক দুর্বল ছিল। বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় সাঁকো থেকে পড়ে খালে পড়ে যায়।

মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, ছাত্রীর গায়ে আঘাতের চিহ্ন থাকায় লাশ থানায় নিয়ে প্রাথমিক সুরতহাল করা হয়েছে। তবে অভিভাবকদের অভিযোগ না থাকলে তদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED