সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিনের প্রতিবেদন পত্রিকার সম্পাদক রাইসুল ইসলাম অভি কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ ছবি ছড়িয়ে পোস্ট করা হচ্ছে। বেশকিছু যুবকের আইডি থেকে ঐ পোস্ট করার বিষয়ে অবহিত হয়ে গতকাল ১৫ মে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
জিডি সুত্রে জানা যায়,রাকিব সিকদার,আরাফাত হোসেন অনিক,গোলাম নবি শিমু,বাবুল মিয়া,সমির দাস সহ একাধিক নামের ফেসবুক আইডি থেকে সাংবাদিক রাইসুল ইসলাম অভির নামে সরাসরি তাদের আইডি ও বরিশালের একাধিক পরিচিত ফেসবুক পোস্টের নিচে নেতিবাচক কমেন্ট করে। এতে তিনি(অভি) সামাজিক ও মানুষিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এই সাইবার সন্ত্রাসের ঘটনায় রাইসুল ইসলাম অভি বৃহস্পতিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।যার নম্বর ১০৫৪ তারিখ ১৫/৫/২০২৫।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সাধারণ ডায়েরিটি উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।গুরুত্বের সাথে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী সাংবাদিক রাইসুল ইসলাম অভি জানান, সকলে সাইবার সন্ত্রাসী হিসেবে চিহ্নিত। এদের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা করার প্রক্রিয়া চলমান আছে। আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারন ডায়েরি করেছি।
Post Comment