Loading Now

সাংবাদিক ফারুক লিটু আর নেই…

নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক, বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়শন বরিশাল শাখার সভাপতি জি এম ফারুক লিটু আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, ৪ ভাই ও এক বোনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ এশা সাগরদী ইসলামীয়া কামিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে নগরীর চৌমাথা মাকাস মসজিদ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এদিকে ফটো সাংবাদিক জি এম ফারুক লিটুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বরিশালের মিডিয়াঙ্গনে। তার মৃত্যুর খবর শুনে বরিশাল নগরীর আক্কেল আলী সড়কস্থ বাসভবনে ছুটে যান বরিশাল  সর্বস্তরের সংবাদিকবৃন্দ।

ব্যক্তি জীবনে লিটু অত্যন্ত হাস্যজ্জল ও সদালাপী  একজন মানুষ ছিলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED