সাংবাদিক মাইনুল হাসান পদক পাচ্ছেন আনিছ ও চুন্নু
নিজস্ব প্রতিবেদক ॥
২০২৩ এবং ২০২৪ সালের জন্য সাংবাদিক মাইনুল হাসান পদক পাচ্ছেন যথাক্রমে সাংবাদিক আনিছুর রহমান স্বপন ও নজরুল ইসলাম চুন্নু। বরিশালে পেশাদার কর্মজীবী সাংবাদিক তৈরিসহ সাংবাদিকতায় নিরলস অবদানের রেখে চলেছেন আনিছুর রহমান স্বপন। এদিকে দীর্ঘজীবন পর্যন্ত সাংবাদিকতা করেছেন নজরুল ইসলাম চুন্নু। তাদের এই অবদানের জন্য এই পদক প্রদান করা হচ্ছে।
আগামি ১০ মে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদেরকে এ পদক প্রদান করা হবে।
শুক্রবার বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদ কার্যকরি পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র নেতৃবৃন্দ যথাক্রমে নুরুল আলম ফরিদ, তপংকর চক্রবর্তি, গোপাল সরকার, স্বপন খন্দকার, শুশান্ত ঘোষ বক্তৃতা করেন। সভায় সর্বসম্মত সিদ্ধান্তে এই দুজনকে পদক প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী ১০ মে খেয়ালী মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠিত হবে।
Post Comment