সাংবাদিক লিটন বাশারের মায়ের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক এর সাবেক ব্যুরো প্রধান লিটন বাশার এর মমতাময়ী মা আর নেই। গতকাল বুধবার (২৩ জুলাই) রাত ১টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ জোহর নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি চরমোনাইতে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দখিনের প্রতিবেদনের পরিবারবর্গ । এসময় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
Post Comment