Loading Now

সাংবাদিক সমন্বয় পরিষদের সদস্যপদ পেলেন ৯ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক ।।

ঐতিহ্যবাহী সাংবাদিক সমন্বয় পরিষদের কার্যকরী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৫ জানুয়ারী সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে সভা শুরু হয়।পরবর্তীতে সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে বরিশালের কর্মরত ৯ জন সাংবাদিক কে সদস্যপদ প্রদান করা হয়েছে। এরা হলেন, ভোরের পাতার রাইসুল ইসলাম অভি, রিপোর্ট ৭১ এর এলবার্ট রিপন বল্লভ, কলমের কন্ঠের আমিনুল সোহাগ, দখিনের প্রতিবেদনের খালেদুল ইসলাম ইমন, বাংলাদেশ বানীর জিহাদ হাসান, আলোকিত বরিশালের নাসির উদ্দিন, দক্ষিণান্বলের রহমান মৃধা,বরিশালের কথার সাইদুননেছা ঝুমুর, সময়ের বার্তার আলামীন গাজী।

Post Comment

YOU MAY HAVE MISSED