সাংবাদিক হাসিবুল ইসলামের নানীর ইন্তেকাল, জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের সিনিয়র সাংবাদিক ও নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের সভাপতি হাসিবুল ইসলামের নানী মোসা: জয়তুন্নেছা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ ডিসেম্বর) শেষ রাত ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি ৫ ছেলে এবং ৫ মেয়ে সন্তান, নাতি-পুতি-পুতনি-ছাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
২০০২ সালে তাঁর স্বামী সাদেম আলী সিকাদার সিকদার মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর ২৩ বছর জয়তুন্নেছা বেগম ইন্তেকাল করলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শতবর্ষি জয়তুন্নেছা কয়েক মাস ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাকে কখনও বাসায়, আবার কখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সবশেষ গত শনিবার রাতে তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা শেবাচিমে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাত ৪টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
পরে বাদ জহুর উত্তর আমানতগঞ্জ সিকদারপাড়া জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়িয়েছেন জয়তুন্নেছা বেগমেরই মেয়ের ঘরের নাতির ছেলে হাফেজ মাহিম আল জিদান। জয়তুন্নেছা বেগমকে উত্তর আমানতগঞ্জ সিকদারপাড়া জামে মসজিদের কবরস্থানে সমাহিত করা হয়েছে। তার জানাজায় বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।
সাংবাদিক হাসিবুল ইসলামের নানীর মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন শোকপ্রকাশ করেছে। পাশাপাশি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
রূপালী বাংলাদেশ পত্রিকার বরিশাল ব্যুরো চিফ ও বরিশালটাইমস পত্রিকার বার্তা সম্পাদক হাসিবুল ইসলাম জানিয়েছেন, আগামী বুধবার বাদ আসর তাঁর নানীর আত্মার শান্তি কামনা করে উত্তর আমানতগঞ্জ সিকদারপাড়া জামে মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। তিনি তাঁর নানীর রূহের মাগফিরাত কামনা করে সহকর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।’
Post Comment