Loading Now

সাকিবের বোলিং নিষেধাজ্ঞায় ঝামেলা দেখছেন না রাজ্জাক

 

স্পোর্টস ডেক্স ।।

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে বোলিং দিয়ে দাপিয়ে বেড়ানো সাকিব আল হাসানকে পড়ন্ত বেলায় এসে শোনতে হলো- তার বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ। যে কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিষেধাজ্ঞাও দিয়েছে সাকিবের ওপর। যা কার্যকর হবে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও। তবে আশার কথা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং কারতে বাধা নেই সাকিবের।

সাকিবের বোলিংয়ে দেওয়া ইসিবির এই নিষেধাজ্ঞাকে কীভাবে দেখছেন জাতীয় দলের সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সিলেটে গণমাধ্যমকে সে সবই জানিয়েছেন তিনি। তবে সাকিবের বোলিং নিয়ে বড় কোনো ঝামেলা দেখছেন না তিনি।

 

ইংল্যান্ডের ল্যাবে সাকিবের ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শনাক্ত হওয়া নিয়ে রাজ্জাক বলেন, ‘এটা আসলে প্রবলেম হবে না। এটা ওদের খালি চোখে মনে হয়েছে, ওরা রিপোর্ট করেছে। আমার দেখে মনে হয়নি যে ওর খুব একটা সমস্যা আছে।’

তিনি আরও বলেন, ‘আর একবার একটা দেখে মনে হয়েছিল, এটাও খুব ইজিলি… আর এটা ঠিক করার কিছু নেই। ওটা মনে রাখলেই হবে। এই বোলিংটা সমস্যা না, এরকম রিপোর্ট কিন্তু করতেই পারে। যদি কারো মনে হয় ওরা ওটা ভিডিও এনালাইসিস করে। পরে মনে হয়েছে তাই করেছে, এটা খুব একটা ঝামেলা হবে না।’

প্রসঙ্গত, আইসিসি বোলিং অ্যাকশন সংক্রান্ত বিধি ১১.৪ অনুসারে, সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বোলিং পরীক্ষার জন্য যেতে পারেন। আর তাতে বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ হলে, আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন তিনি। এই ব্যাপারে ইসিবি, আইসিসি এবং সাকিবের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Post Comment

YOU MAY HAVE MISSED