Loading Now

সাগরে লঘুচাপ, আজ বৃষ্টি হতে পারে

 

অনলাইন ডেক্স ।।

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ভারতে তামিলনাড়ু অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হতে পারে। তবে এর প্রভাবে আজ সন্ধ্যার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি তামিলনাড়ু-শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৩ শতাংশ। দুপুরের মধ্যে দেশের উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

Post Comment

YOU MAY HAVE MISSED