সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
অনলাইন ডেক্স ।।
বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল রাত থেকে বৃষ্টি হয়েছে। এর মধ্যে শরতের শুরুতেই উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে উপকূলে ঝড়ের আশঙ্কায় সব সমুদ্রবন্দরে তোলা হয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত।
সোমবার (২২ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায়
সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে গতকাল রাত থেকে থেমে থেমে মুষলধারে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে বরিশালের খেটে খাওয়া মানুষ। রাত থেকে শুরু হওয়া এ বৃষ্টি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে । বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া মানুষজন বাসা থেকে বের হয়নি। অন্যদিকে বৃষ্টির কারণে তাপমাত্রা কমে কমেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল সহ গোটা দক্ষিনাঞ্চলে দিনভর বৃষ্টি হয়। শরতের আগমনের সময় এমন বৃষ্টি তাপমাত্রা কমার কথা থাকলেও আরো বাড়িয়ে দিয়েছে। যে কারণে সকালে ঘর থেকে বের হওয়া মানুষের সংখ্যা ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে সাধারণ মানুষ ও যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। বৃষ্টিতে ভিজে ভিজে সকলকে কাজ করতে দেখা যায়। বিভাগীয় শহর বরিশাল নগরীর ব্যস্ততম সদর রোডে অন্যান্য দিনের চেয়ে খুবই কম ছিল সব ধরনের যানবাহনের সংখ্যা। তাই নগরীতে যানজট খুব একটা দেখা যায়নি।
একাধিক ইজিবাইকচালক জানান, সকাল থেকে বৃষ্টির কারণে কোনো যাত্রীর দেখা নেই।
Post Comment