Loading Now

সাতরং মাল্টিমিডিয়ার মিলনমালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

দক্ষিণাঞ্চলের নাট্যকর্মীদের প্রতিষ্ঠান সাতরং মাল্টিমিডিয়ারএর উদ্যোগে এক বর্ণাঢ্য মিলনমালা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির বাউকাঠি বেতরার ভাইরাল সড়ক সংলগ্ন স্রোতের স্বাদ ভাসমান রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন প্রতিষ্ঠানের অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী, তাদের পরিবার-পরিজন সহ শুভানুধ্যায়ীরা।
লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও মানুষের জীবনযাত্রার বাস্তবতা তুলে ধরার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সাতরং মাল্টিমিডিয়া অল্প সময়েই নাট্যাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছে। পরিচালক এম. ইসলাম জাহিদের পরিচালনায় নির্মিত একাধিক স্বল্পদৈর্ঘ্য নাটক ইতিমধ্যে দর্শকমহলে প্রশংসিত হয়েছে। এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনপদের বরেণ্য নাট্যকার ও অভিনেতা প্রফেসর মো. ফজলুল হক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের প্রথিতযশা সাংবাদিকবৃন্দ এবং নেছারাবাদ উপজেলার আব্দুর রহমান ডিগ্রি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন তালুকদার।

মিলনমেলায় বছরের সেরা অভিনেতা ও অভিনেত্রী হিসেবে সম্মাননা প্রদান করা হয় যথাক্রমে মৃণাল কান্তি চক্রবর্তী ও স্বর্ণা মণ্ডল। এছাড়াও সাতরং মাল্টিমিডিয়ার পরিচালনায় অনবদ্য অবদান রাখার জন্য শাহ মোহাম্মদ ইউনুস,ডাক্তার সাংবাদিক আমিন মোল্লা,মোহাম্মদ সাইফুল ইসলাম,মোহাম্মদ রাসেল হাওলাদার,মোহাম্মদ মিজানুর রহমান,ইসরাত জাহান, সম্মাননা প্রদান করা হয়। অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য মাহফুজা আক্তার,রুমা খানম,নাবিলা ইসলাম,সানজিদা ইসলাম,আব্দুল্লাহ আল মামুন,দেলোয়ার হোসেন লিটন,মেহেদী হাসান,সগীর আহমেদ,সুবল কর্মকার,মিঠুন হালদারকে সম্মাননা প্রদান করা হয়।সেরা নাট্যকার সম্মাননা সেলিম বাহাদুর ও কামরুল ইসলামকে মরণোত্তর সম্মাননা করা হয়। উক্ত মিলন মেলায় উপস্থিত ছিলেন রাইসুল ইসলাম অভি সম্পাদক – দৈনিক দক্ষিণের প্রতিবেদন,বরিশাল সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সুমাইয়া জিসান।

সম্মানিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা উপহার। মধ্যাহ্নভোজের পর আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ,ক্রীড়া প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্র। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের শুভেচ্ছা বক্তব্য এবং পরিচালক এম. ইসলাম জাহিদের সমাপনী বক্তব্যের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

 

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজবাস্তবতা ও লোকজ সংস্কৃতিনির্ভর নাট্যনির্মাণের মাধ্যমে দর্শকদের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করতে চায় সাতরং মাল্টিমিডিয়া।

Post Comment

YOU MAY HAVE MISSED